আমার সম্পর্কে
খুব বেশি প্রচারমুখী কিংবা প্রচারবিমুখ কোনোটাই নই আমি। তবে সাইবার স্পেসে যেহেতু নিজের সৃষ্টি-উপলব্ধি-অভিজ্ঞতা শেয়ার করছি, আমার সাথে পরিচয় করিয়ে দেয়াটাও উচিত বলে মনে করি।
লেখালেখি করতে ভালো লাগে। লেখালেখির হাতেখড়ি শৈশবেই। প্রাইমারি স্কুলে এলোমেলো ছন্দ লেখা দিয়ে শুরু। কতকিছু লিখতাম। হয়তো অর্থহীন, অসংলগ্ন কথা: তবু লিখতাম। তখন প্রকৃতির কথা লিখতাম, মনের কথা লিখতাম। এখন লিখি সবকিছু নিয়ে। যা বলে প্রকাশ করতে পারিনা, তা চেষ্টা করি লিখে। আমার দুর্বলতা এখানেই। গুছিয়ে কথা বলতে গিয়ে গুলিয়ে ফেলি। এজন্যই হয়তো আমার পক্ষে কম কথা বলা আর অধিক লেখাই শ্রেয়। কম্পিউটার আমার জন্য হয়েছে আশীর্বাদস্বরূপ। হাতেকলমে লিখতে গিয়ে হয়তো অনেক লেখাই হতো না, যা কম্পিউটারের কী-স্ট্রোকিং সহজ করেছে।
আমার জন্ম বাংলাদেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে। শৈশব-কৈশোর পুরোটাই কেটেছে গ্রামে। মা-বাবার টানাপোড়ন সংসারে আদর-ভালোবাসার ঘাটতি ছিলো না। একটা মানুষ যেভাবে তার শৈশব-কৈশোরটা কাটানোর আশা করে, ঠিক সেভাবেই কেটেছে। এত আনন্দমাখা আর স্মৃতিময় দিনগুলো হয়তো আর কখনোই ফিরে আসবে না।
ঠাকুরগাঁও সরকারি কলেজ (সেশন ২০১১-১২) থেকে এইচ,এস,সি সমাপ্ত করি।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (সেশন ২০১২-১৩) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বি.এস.সি (ইঞ্জি.) সম্পন্ন করেছি।
২০২৪ থেকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে (বিসিসি) সহকারী ডেভেলপার হিসেবে কর্মরত আছি।
প্রযুক্তির প্রতি আসক্তি থেকেই একাডেমিক পড়াশোনা ও পেশা উভয়ক্ষেত্রেই নিজের ভালোলাগাকে বেছে নিয়েছি।
আমি পেশাদার কোনো কবি বা লেখক নই। শুধু আমার লেখার মাধ্যমে আমি এমন এক স্বর্গীয় পৃথিবীর স্বপ্ন দেখি, যেখানে থাকবে না অশান্তি, অন্যায়, অবিচার, জুলুম। যেখানে মানুষ হয়ে জন্ম নেয়ার সার্থকতা উপলব্ধি করা যাবে। যে পৃথিবীতে অজস্র প্রাণবন্ত বৃক্ষ-পুষ্প-পাখি-নদীর অলংকারে অলংকৃত হবে স্বয়ং ভূমাতা।
হয়তো কোনো ইউটোপিয়ার স্বপ্নে বুঁদ আমি। তবু স্বপ্ন দেখি, তবু স্বপ্ন দেখে যাই।
নিজের প্রয়োজনে, আনন্দ ও চিন্তার খোরাক মেটাতে যখন সুযোগ পেয়েছি, লিখেছি। সব লেখার সংরক্ষণ সেভাবে হয়নি। এখানে কিছু সংরক্ষণ করার প্রয়োজন মনে করছি। প্রয়োজন মনে করছি একারণেই: নিজের লেখাগুলোতে মাঝে মাঝে চোখ বুলানো যাবে আর যখন থাকবো না, তখন হয়তো জানিয়ে দিতে পারবো - আমিও তোমাদের মতই ভেবেছি, তোমাদের মতই বেঁচে ছিলাম। হয়তো দ্বন্দ্ব ছিলো আদর্শে-চিন্তায়-স্বপ্নে, কিন্তু পরিবর্তনের প্রচেষ্টা ছিলো।