ফেলে আসা স্মৃতি
স্মৃতি ও আশা নিয়েই সম্ভবত মানুষ বেঁচে থাকে। স্মৃতি হলো মানুষের অস্তিত্বের পরিচায়ক। মানুষের জীবনে ঘটে যাওয়া সুখ-দুঃখ, হতাশা-পাওয়ার গল্পগুলো স্মৃতি হয়ে জমা থাকে। সেই স্মৃতি রোমন্থনে আমরা কখনো স্বর্গীয় সুখে ভাসি, কখনোবা পাওয়া-না পাওয়ার হিসেবে চোখের জল বাড়তি খরচ হয়। তবু এতেও যেন এক সুখের পরশ। যতদিন যাচ্ছে স্মৃতিগুলো যেন বিস্মৃত হয়ে যাচ্ছে। তাই যে স্মৃতিগুলো সবার সাথে শেয়ার করার মতো, সেগুলো এখানে লিখেছি। কারণ এই স্মৃতিগুলোর অধিকাংশই আপনার জীবনেও হয়তো ঘটে থাকবে।