আজন্ম আমার সাধ
আজন্ম আমার সাধ, তোমাকে না ছুঁই,
না দেখি আর একবার যদি জেগে উঠি ঘোরে।
তুমি থেকো ওপারেও
যেমন রেখেছি আমার করে।
তুমি থেকো ওপারেও
যেমন রেখেছি আমার করে।
আজন্ম আমার সাধ, তোমাকে না ছুঁই,
না দেখি আর একবার, যদি জেগে উঠি ঘোরে।
সংগোপনে তুমি আমার অথচ তুমি নেই;
তোমায় নিয়ে ঘর বেঁধে আছিতো সুখেই।
সংগোপনে তুমি আমার অথচ তুমি নেই;
তোমায় নিয়ে ঘর বেঁধে আছিতো সুখেই,
কে বলে একা আমি, আছো তুমি আমায় জুড়ে।
তুমি থেকো ওপারেও
যেমন রেখেছি আমার করে।
আজন্ম আমার সাধ, তোমাকে না ছুঁই,
না দেখি আর একবার, যদি জেগে উঠি ঘোরে।
আমার হৃদয় মঞ্জিলে তোমার অধিকার,
তোমার নরম শাসনে আত্মসমর্পণ আমার।
আমার হৃদয় মঞ্জিলে তোমার অধিকার,
তোমার নরম শাসনে আত্মসমর্পণ আমার।
চোখে তোমার প্রণায়াদেশ আমি তো যাই মরে;
তুমি থেকো ওপারেও
যেমন রেখেছি আমার করে।
আজন্ম আমার সাধ, তোমাকে না ছুঁই,
না দেখি আর একবার, যদি জেগে উঠি ঘোরে।
তুমি থেকো ওপারেও
যেমন রেখেছি আমার করে।
আজন্ম আমার সাধ, তোমাকে না ছুঁই,
না দেখি আর একবার যদি জেগে উঠি ঘোরে।
তুমি থেকো ওপারেও
যেমন রেখেছি আমার করে।
গীতিকার: ইলিয়াস আহমেদ
সুর, সঙ্গীত ও কণ্ঠ: এআই
প্রম্পট: ইলিয়াস আহমেদ