আমি বিশ্বাস করি
আমি বিশ্বাস করি গাছেদের, পাখিদের —
বিশ্বাস করি নদীজল, সমুদ্রফেনা।
সবুজ সাগরে ডুবে চোখ বুজে শ্বাস নিই;
নাকে মাটির আদিম গন্ধ চিরচেনা।
বিশ্বাস রাখি নীলিমার নীলে
ভেসে চলা সাদা মেঘের সারি;
সাঁঝক্ষণের রাতে ফেরার আয়োজনে
বিশ্বাস করি নীরবতার আহাজারি।
বিশ্বাস করি পশুদের উৎপাত,
ঝিঁঝিদের বেসুরা টান;
বৃষ্টির রিমঝিম আর মেঘের গুড়ুমে
গাই সুখ-ঘুমের গান।
আমি বিশ্বাস করি গাছেদের, পাখিদের —
শীতভেজা ঘাসের ডগায় জেগে উঠা ভোরে।
উইঢিবির মাটির বুননে জমা স্বর্ণস্মৃতি —
বিশ্বাস বাতাসের মৃদু ঝাপটায় পাতার মর্মরে।
আমি বিশ্বাস করি জনস্রোত ছেড়ে
বনস্রোতে ভাসি-ডুবি খেলায়;
হে স্বনির্বাসিত অসামাজিক বিশ্বাস,
ভাসাও মোরে তোমার ভেলায়।
পারফিউম বিলীন হোক আঁশটে গন্ধে —
ভাঁজচুলে পড়ুক পরাগধুলো,
কাঁদাজলে এ দেহ মিশুক সৃষ্টিটানে,
শৃঙ্খলিত জীবন হোক এলেমেলো।
হে প্রকৃতি, এবার কথা হবে তোমার ধ্বনিতে,
তোমার শেখানো ভাষায়।
এবার অভিবাসন হবে অবিশ্বাস হতে বিশ্বাসে,
বেঁচে থাকার মত বেঁচে থাকায়।
©ইলিয়াস আহমেদ
ঢাকা, এপ্রিল ৩, ২০২৩।