Welcome to ESPoetry! ESPoetry -তে আপনাকে স্বাগতম! Welcome to ESPoetry! ESPoetry -তে আপনাকে স্বাগতম! Welcome to ESPoetry! ESPoetry -তে আপনাকে স্বাগতম! Welcome to ESPoetry! ESPoetry -তে আপনাকে স্বাগতম! Welcome to ESPoetry! ESPoetry -তে আপনাকে স্বাগতম! Welcome to ESPoetry! ESPoetry -তে আপনাকে স্বাগতম!

আমি ভালো আছি

আমি ভালো আছি নীলিমার নীলে, মাথা গুঁজে -
হাজারো গল্পে, সান্ত্বনায়; 
তোমাদেরই মত ভালো আছি যুগ যুগ ধরে
মধ্যবিত্তের স্বপ্নে, প্রার্থনায়।

আমি ভালো আছি তোমাদের মত করে
তোমাদেরই সাথে, তোমাদেরই শহরে।
তোমাদেরই মত নিখুঁত অভিনয়
শিখে গেছি; এ যেন আমি নই। 

আমি ভালো আছি এ রাজনৈতিক গ্রহে
বিপন্ন শিশুর বোবাকান্নায়,
তোমাদেরই মত ভালো আছি একটু একটু করে 
পৃথিবীর মঙ্গোলীয়তায়।

উৎকোচের টেবিলে হিসেব মিলিয়ে
ভালো থাকি তোমাদেরই মত,
বিশ্ব নাগরিক আমি এখন খয়ের খাঁ
মুছে ফেলি হুংকারে, আমার ক্ষত।

আমার হাসিমুখ, ভরাপেট, ঠোঁটে ঘ্রাণ
ভালো আছি আড়ম্বর-উৎসবে,
তোমাদেরই মত অনুভূতি পুষি, অনাহতে 
আহত বিবেক, মাতি হায়েনার মৎসবে।

আমি ভালো আছি রয়েসয়ে, সবার মত
ভালো থাকার বায়নায়;
ভালো কি আছি মানুষের মত মানুষ হয়ে
বিবেকের আয়নায়?

©ইলিয়াস আহমেদ
১৬ ই মে ২০২২, ঢাকা।