Welcome to ESPoetry! ESPoetry -তে আপনাকে স্বাগতম! Welcome to ESPoetry! ESPoetry -তে আপনাকে স্বাগতম! Welcome to ESPoetry! ESPoetry -তে আপনাকে স্বাগতম! Welcome to ESPoetry! ESPoetry -তে আপনাকে স্বাগতম! Welcome to ESPoetry! ESPoetry -তে আপনাকে স্বাগতম! Welcome to ESPoetry! ESPoetry -তে আপনাকে স্বাগতম!

বেশতো বেঁচে আছি

এই যে চারদিক নগ্ন অন্যায়ের সাথে
শ্রেষ্ঠ বিবেকের শান্তিচুক্তি:
মাথা নিচু করে সয়ে যাওয়া,
প্রতিটা দিন হেরে যাওয়া, নিজের কাছে।

সেই কবে মানুষ হয়ে বেঁচে ছিলেম!
এক সলতে আগুণে সেদিনও টিপটিপ
আলোতে হেসেছিলো ঠোঁটের কোণ। 
আজ কৃষ্ণকায়া অন্ধকারে কেবলই ভয়,
অনুমান-সয়ে যাওয়া, আদর্শে বিভ্রান্ত ধর্ষণ!
কচকচে টাকার ঘ্রাণে, ক্ষমতার স্লোগানে
আলোড়িত হয় আমার আত্মঘাতী মন।

এই যে আমার আমিকে হারিয়ে ফেলা,
ঘুটঘুট অন্ধকারে আমার দীর্ঘশ্বাস—
বেশতো বেঁচে আছি মরে যাওয়ার অনুপ্রেরণায়!

জানুয়ারি ২০২৪, ঢাকা।