এই দেশ আমার
The tune, music and vocals of the song produced by AI are not final - Elliyas
ভোরের হাসিতে জাগে সবুজের মাঠ,
সোনালি রোদে ভাসে যমুনার ঘাট।
ভোরের হাসিতে জাগে সবুজের মাঠ,
সোনালি রোদে ভাসে যমুনার ঘাট।
শত ব্যথা কষ্ট ভুলে গিয়ে,
আগামীর স্বপ্ন বুকে নিয়ে,
বাঙালি হয়ে জেগে উঠি বারে বার।
এই দেশ আমার এই দেশ আমার,
এই দেশ আমার এই দেশ আমার।
প্রতিবাদে তুমি প্রতিরোধে তুমি,
তুমি আছো ফাগুনেরও ঘ্রাণে,
তুমি আছো শত অভিমানে।
প্রতিবাদে তুমি প্রতিরোধে তুমি,
তুমি আছো ফাগুনেরও ঘ্রাণে,
তুমি আছো শত অভিমানে।
সবুজ সবুজ ঘাঁসে নীল নীল সাদা মেঘে,
আমাদের স্বপ্ন করে পারাপার।
এই দেশ আমার এই দেশ আমার,
এই দেশ আমার এই দেশ আমার।
মায়ের আঁচল জুড়ে নতুন ধানের ঘ্রাণ,
বাবার দুচোখ জুড়ে আহা মাটির টান!
মায়ের আঁচল জুড়ে নতুন ধানের ঘ্রাণ,
বাবার দুচোখ জুড়ে আহা মাটির টান!
সখের দুঃখ সাজাই জনপদ জুড়ে,
জোসনার স্রোতে মিশে একাকার।
এই দেশ আমার এই দেশ আমার,
এই দেশ আমার এই দেশ আমার।
ভোরের হাসিতে জাগে সবুজের মাঠ,
সোনালি রোদে ভাসে যমুনার ঘাট।
শত ব্যথা কষ্ট ভুলে গিয়ে,
আগামীর স্বপ্ন বুকে নিয়ে,
বাঙালি হয়ে জেগে উঠি বারে বার।
এই দেশ আমার এই দেশ আমার,
এই দেশ আমার এই দেশ আমার।
গীতিকার: ইলিয়াস আহমেদ
সুর, সঙ্গীত ও কণ্ঠ: এআই
প্রম্পট: ইলিয়াস আহমেদ
২২ সেপ্টেম্বর, ২০২৪