মানুষ হবে কবে
The tune, music and vocals of the song produced by AI are not final - Elliyas
এত সহজেই মানুষ, মানুষকে মেরে ফেলা যায়!
এত সহজেই মানুষের গায়ে হাত তোলা যায়!
এত সহজেই মানুষ, মানুষকে মেরে ফেলা যায়!
এত সহজেই মানুষের গায়ে হাত তোলা যায়!
ও মানুষ, ও মানুষ, তুমি মানুষ হবে কবে?
বনের পশুরা ভালোবাসা শিখে গেলো,
তুমি কি পশুই রবে?
ও মানুষ, ও মানুষ, তুমি মানুষ হবে কবে?
বনের পশুরা ভালোবাসা শিখে গেলো,
তুমি কি পশুই রবে, হায়!
এত সহজেই মানুষ, মানুষকে মেরে ফেলা যায়!
এত সহজেই মানুষের গায়ে হাত তোলা যায়!
তুমি তো কারো পুত্র কোনো মায়েরই সন্তান,
তবে কেনো অন্য মায়ের বুক করছো খান খান?
তুমি তো কারো পুত্র কোনো মায়েরই সন্তান,
তবে কেনো অন্য মায়ের বুক করছো খান খান?
প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা বুঝে দেখো একবার,
জিনিস হারায় জিনিস ফেরে, মানুষ ফেরে না বারবার, হায়!
এত সহজেই মানুষ, মানুষকে মেরে ফেলা যায়!
এত সহজেই মানুষের গায়ে হাত তোলা যায়!
ঘরের রমণী জননী ভগিনী আদুরে বাবুটাই,
ফিরবে বাবা, ফিরবে স্বামী, ফিরবে সোনাভাই,
ঘরের রমণী জননী ভগিনী আদুরে বাবুটাই,
ফিরবে বাবা, ফিরবে স্বামী, ফিরবে সোনাভাই,
রাত্রি জেগে বসে আছে
ওরা সব ফেরার অপেক্ষায়, হায়!
এত সহজেই মানুষ, মানুষকে মেরে ফেলা যায়!
এত সহজেই মানুষের গায়ে হাত তোলা যায়!
রাত্রিশেষে ফিরলো বাবা, ফিরলো স্বামী,
ফিরলো বুকের ধন।
রাত্রিশেষে ফিরলো বাবা, ফিরলো স্বামী,
ফিরলো বুকের ধন।
নীরব এ রাতে লাশ হয়ে ফেরার
ছিলো না প্রয়োজন, হায়!
এত সহজেই মানুষ, মানুষকে মেরে ফেলা যায়!
এত সহজেই মানুষের গায়ে হাত তোলা যায়!
ও মানুষ, ও মানুষ, তুমি মানুষ হবে কবে?
ও মানুষ, ও মানুষ, তুমি মানুষ হবে কবে?
বনের পশুরা ভালোবাসা শিখে গেলো,
তুমি কি পশুই রবে?
ও মানুষ, ও মানুষ, তুমি মানুষ হবে কবে?
বনের পশুরা ভালোবাসা শিখে গেলো..
গীতিকার: ইলিয়াস আহমেদ
সুর, সঙ্গীত ও কণ্ঠে: এআই
প্রম্পট: ইলিয়াস আহমেদ
১৮ সেপ্টেম্বর, ২০২৪