ফাগুন এলো
The tune, music and vocals of the song produced by AI are not final - Elliyas
ফাগুন এলো আগুন হয়ে ফুলের বাহারে,
শিমুল পলাশ শাল মহুয়ার গন্ধ আহারে!
ফাগুন এলো আগুন হয়ে ফুলের বাহারে,
শিমুল পলাশ শাল মহুয়ার গন্ধ আহারে!
কুরচি কুসুম গাব গামারি,
কুরচি কুসুম গাব গামারি,
বুনো উদাল মন মাতালো পাহাড়ে পাহাড়ে!
ফাগুন এলো আগুন হয়ে ফুলের বাহারে,
শিমুল পলাশ শাল মহুয়ার গন্ধ আহারে!
কচিপাতার নরম ছোঁয়া, আমার মনে লাগলো হাওয়া,
কচিপাতার নরম ছোঁয়া, আমার মনে লাগলো হাওয়া।
আহা, মদনা টিয়া মজেছে কাঁটা মান্দারে!
ফাগুন এলো আগুন হয়ে ফুলের বাহারে,
শিমুল পলাশ শাল মহুয়ার গন্ধ আহারে!
মুকুলেরও ঘ্রাণে, আহা মদিরায় টানে,
মাতালেরও চোখে ঘুম, আসে কুহুতানে।
ও মুকুলেরও ঘ্রাণে, আহা মদিরায় টানে,
মাতালেরও চোখে ঘুম, আসে কুহুতানে।
আহা, ভালো লেগেছে যেন কাহারে কাহারে!
ফাগুন এলো আগুন হয়ে ফুলের বাহারে,
শিমুল পলাশ শাল মহুয়ার গন্ধ আহারে!
ফাগুন এলো আগুন হয়ে ফুলের বাহারে।
কুরচি কুসুম গাব গামারি,
কুরচি কুসুম গাব গামারি,
বুনো উদাল মন মাতালো পাহাড়ে পাহাড়ে!
ফাগুন এলো আগুন হয়ে ফুলের বাহারে,
শিমুল পলাশ শাল মহুয়ার গন্ধ আহারে!
ফাগুন এলো আগুন হয়ে ফুলের বাহারে,
শিমুল পলাশ শাল মহুয়ার গন্ধ আহারে!
গীতিকার: ইলিয়াস আহমেদ
সুর, সঙ্গীত ও কণ্ঠে: এআই
প্রম্পট: ইলিয়াস আহমেদ
৩০ সেপ্টেম্বর, ২০২৪