Welcome to ESPoetry! ESPoetry -তে আপনাকে স্বাগতম! Welcome to ESPoetry! ESPoetry -তে আপনাকে স্বাগতম! Welcome to ESPoetry! ESPoetry -তে আপনাকে স্বাগতম! Welcome to ESPoetry! ESPoetry -তে আপনাকে স্বাগতম! Welcome to ESPoetry! ESPoetry -তে আপনাকে স্বাগতম! Welcome to ESPoetry! ESPoetry -তে আপনাকে স্বাগতম!

ফেলে এসেছি

ফেলে এসেছি
The tune, music and vocals of the song produced by AI are not final - Elliyas

ফেলে এসেছি আমারে আমি বহুদূর, বহুদূরে,
রেখে এসেছি সোনামাখা দিন, আসবে না ফিরে;
আর আসবে না ফিরে। 
ফেলে এসেছি আমারে আমি বহুদূর, বহুদূরে,
রেখে এসেছি সোনামাখা দিন, আসবে না ফিরে;
আর আসবে না ফিরে।

অবাধ্য দুপুর, দুরন্ত বিকেল, সব কেটে গেলো,
চেনা পথঘাট আজ বড় অচেনা, সব এলোমেলো।
অবাধ্য দুপুর, দুরন্ত বিকেল, সব কেটে গেলো,
চেনা পথঘাট আজ বড় অচেনা, সব এলোমেলো।
সবুজ সবুজ মাঠ, স্মৃতি বড় বেদনার বাস্তবতা ঘিরে;
ফেলে এসেছি আমারে আমি বহুদূর, বহুদূরে,
রেখে এসেছি সোনামাখা দিন, আসবে না ফিরে;
আর আসবে না ফিরে। 

ওখানে আমার ঘর সঙ্গ হীনতায়,
এখনো কি জোৎস্নার সাথে গল্প বুনে যায়?
ওখানে আমার ঘর সঙ্গ হীনতায়,
এখনো কি জোৎস্নার সাথে গল্প বুনে যায়?
নাকি খুঁজে আমায়, আমার অস্তিত্ব জুড়ে! 
ফেলে এসেছি আমারে আমি বহুদূর, বহুদূরে,
রেখে এসেছি সোনামাখা দিন, আসবে না ফিরে;
আর আসবে না ফিরে। 

ফেলে এসেছি আমারে আমি বহুদূর, বহুদূরে,
রেখে এসেছি সোনামাখা দিন, আসবে না ফিরে;
আর আসবে না ফিরে। 

গীতিকার: ইলিয়াস আহমেদ
সুর, সঙ্গীত ও কণ্ঠ: এআই
প্রম্পট: ইলিয়াস আহমেদ
১২ অক্টোবর, ২০২৪