Welcome to ESPoetry! ESPoetry -তে আপনাকে স্বাগতম! Welcome to ESPoetry! ESPoetry -তে আপনাকে স্বাগতম! Welcome to ESPoetry! ESPoetry -তে আপনাকে স্বাগতম! Welcome to ESPoetry! ESPoetry -তে আপনাকে স্বাগতম! Welcome to ESPoetry! ESPoetry -তে আপনাকে স্বাগতম! Welcome to ESPoetry! ESPoetry -তে আপনাকে স্বাগতম!

ঐ চলে পাঞ্জেরি

অতীত হয়েছে অনেক সময়,
জঙ্গিতে ফেরেনি শান্তি, নির্বাচনে আসেনি বিজয়।
পার হয়েছে অনেক নগরী - বাগদাদ থেকে রাখাইন;
মুক্তি পায় নি কেউ-ই,
মরেছে গৃহে, পানিতে পাথারে,
মরেই বেঁচে গেছে ওমরান-আয়লান।

জাতিসংঘের ক্যাসিনোতে
কত পবিত্র ভূমি হয়েছে তুরুপের তাস,
অনুর্বরে ফলিছে সোনার ফসল
লাশের ওপর লাশ!

লক্ষকোটি আহাজারি কেনো ভেদেনি রবের আরশ?
প্রার্থনা কেনো হয়নি কবুল?
মহাদানবে মুক্তি পায়নি জাতি,
জাতি বুঝেনি আজও তার ভুল!

কে সে জাতিকে দেবে মুক্তি?
দাসত্বের শৃঙ্খল ভেঙ্গে কে রচিবে নবসভ্যতা?
কে সে তূর্যের বাদক বাজিয়ে তাড়াবে
ঘোর অমানিশালগ্নতা?

আয় রে যাত্রীসব করিসনে দেরি,
ঐ দেখ সামনে নতুন সূর্যোদয় -
সকল আঁধার ভেদে রাত কেটে চলে পাঞ্জেরি।

©ইলিয়াস আহমেদ