রিমঝিম বৃষ্টি - বৃষ্টির গান
The tune, music and vocals of the song produced by AI are not final - Elliyas
রিমঝিম, ঝিমঝিম, রিমঝিম,
বৃষ্টি এক এক, দুই তিন।
রিমঝিম, ঝিমঝিম, রিমঝিম,
বৃষ্টি এক এক, দুই তিন।
পড়ে টাপুর, পড়ে টুপুর,
পড়ে বৃষ্টি, পড়ে বৃষ্টি, রিমঝিম।
পড়ে বৃষ্টি, পড়ে বৃষ্টি, রিমঝিম।
রুনু ঝুনু পা, রুনু ঝুনু পা,
নাচে হিয়া, নাচে কায়া,
রুনু ঝুনু পা, রুনু ঝুনু পা,
নাচে হিয়া, নাচে কায়া,
নাচে তা ধিম, নাচে তা ধিম।
পড়ে বৃষ্টি, পড়ে বৃষ্টি, রিমঝিম।
পড়ে বৃষ্টি, পড়ে বৃষ্টি, রিমঝিম।
আহা ধুলো-মাটির নব জলে কি খেলা,
শেষ হলো শেষ হলো বিরহেরও বেলা।
আহা ধুলো-মাটির নব জলে কি খেলা,
শেষ হলো শেষ হলো বিরহেরও বেলা।
আমি সাক্ষ্য, নাচে বৃক্ষ, আহা আনন্দেরও ভেলা।
নাচে তা ধিম, নাচে তা ধিম।
পড়ে বৃষ্টি, পড়ে বৃষ্টি, রিমঝিম।
পড়ে বৃষ্টি, পড়ে বৃষ্টি, রিমঝিম।
রিমঝিম, ঝিমঝিম, রিমঝিম,
বৃষ্টি এক এক, দুই তিন।
পড়ে টাপুর, পড়ে টুপুর,
পড়ে বৃষ্টি, পড়ে বৃষ্টি, রিমঝিম।
পড়ে বৃষ্টি, পড়ে বৃষ্টি, রিমঝিম।
গীতিকার: ইলিয়াস আহমেদ
সুর, সঙ্গীত ও কণ্ঠে: এআই
প্রম্পট: ইলিয়াস আহমেদ
২২ সেপ্টেম্বর, ২০২৪