সাঙ্গ হোক
দিনশেষে সাঙ্গ হোক, শ্রাদ্ধ হোক
অসারপাড়ার লগ্ন।
ফেরারি পাখি নীড়ে ফিরুক,
তুমি এ পাড়ায় ব্যস্ত এখনো!
রঙ্গিন ধুলো ফিকে আর সাঙ্গদ্বারের দিকে,
মাখবে আবীর আর কতক্ষণ
তোমার জীর্ণ-রুগ্ন ত্বকে?
ও পাড়ায় আলোর উৎসব, এ পাড়ায়
সন্ধ্যে নামার ধুম।
দিনশেষে সাঙ্গ হোক, শ্রান্ত হোক -
আসুক জগত জুড়ে ঘুম।
©ইলিয়াস আহমেদ