দিনের স্বপ্ন ফুরালো
The tune, music and vocals of the song produced by AI are not final - Elliyas
দিনের স্বপ্ন ফুরালো
দিনের স্বপ্ন ফুরালো
কান্না শেষে বিকেল এলো,
আহা দিনের স্বপ্ন ফুরালো
আহা দিনের স্বপ্ন ফুরালো।
দূরের লাল গালিচায় বিদায় সংবর্ধনা
না না না, আর দিও না।
দূরের লাল গালিচায় বিদায় সংবর্ধনা
না না না, আর দিও না।
সইবো কী করে, আমি সইবো কী করে
যখন সন্ধ্যা নেমে ভাঙ্গাঘরে
আশা মিটালো।
আহা দিনের স্বপ্ন ফুরালো,
আহা দিনের স্বপ্ন ফুরালো।
মিটিমিটি দূরেরও আকাশে,
তারার মেলায় দুঃখ বিনাশে।
মিটিমিটি দূরেরও আকাশে,
তারার মেলায় দুঃখ বিনাশে।
তাকিয়ে খুঁজি নিশি প্রহরের আলো,
হঠাৎ মেঘের ভাঁজে চন্দ্র লুকালো।
আহা দিনের স্বপ্ন ফুরালো,
আহা দিনের স্বপ্ন ফুরালো।
নিশি গেলে ভোরবিহানে স্বপ্ন দেখায় কে,
না না আমি আর স্বপ্ন দেখি নে।
নিশি গেলে ভোরবিহানে স্বপ্ন দেখায় কে,
না না আমি আর স্বপ্ন দেখি নে।
রোদের আড়ালে মুখ লুকিয়ে আমার
তোমায় দিয়ে স্বপ্ন ছুটি ওরে
আমার দুঃখ ঘুঁচালো।
আহা দিনের স্বপ্ন ফুরালো,
আহা দিনের স্বপ্ন ফুরালো।
দিনের স্বপ্ন ফুরালো,
দিনের স্বপ্ন ফুরালো।
০১ ফেব্রুয়ারি, ২০১৬
গীতিকার: ইলিয়াস আহমেদ
সুর, সঙ্গীত ও কণ্ঠ: এআই
প্রম্পট: ইলিয়াস আহমেদ