সংবাদ ফেরিওয়ালা
The tune, music and vocals of the song produced by AI are not final - Elliyas
সংবাদ ফেরিওয়ালা সংবাদ বেঁচে খাও,
তোমার ঝুলিতে কি আমার খবর নাও?
আমি ধুঁকে ধুঁকে মরেছি সয়েছি ভেসেছি সহস্র কান্নায়,
নিপীড়িত জুলুমের শিকার কত যে হয়েছে অন্যায়।
আমি ধুঁকে ধুঁকে মরেছি সয়েছি ভেসেছি সহস্র কান্নায়,
নিপীড়িত জুলুমের শিকার কত যে হয়েছে অন্যায়।
দ্বারে দ্বারে ঘুরে পাইনি এতটুকুন বিচার,
তোমার ফেরিতে ভিড়েছি কত সে গল্প কবেকার।
তুমি সংবাদ ফেরিওয়ালা সংবাদ বেঁচে খাও,
তোমার ঝুলিতে কি আমার খবর নাও?
তোমার ঝুলিতে ঠাঁয় মেলে রসালো-রঙিন শিরোনাম,
আমার সাদাকালো কষ্টের খবরে পাবে আর কত দাম!
তোমার ঝুলিতে ঠাঁয় মেলে রসালো-রঙিন শিরোনাম,
আমার সাদাকালো কষ্টের খবরে পাবে আর কত দাম!
তুমি সংবাদ ফেরিওয়ালা সংবাদ বেঁচে খাও,
তোমার ঝুলিতে কি আমার খবর নাও?
সেলিব্রেটির হাই-হ্যালো খবরে ব্যস্ত ভীষণ তুমি,
যা কেনে ক্রেতা তা বেঁচো বেশি কোথাকার কে আমি!
সেলিব্রেটির হাই-হ্যালো খবরে ব্যস্ত ভীষণ তুমি,
যা কেনে ক্রেতা তা বেঁচো বেশি কোথাকার কে আমি!
তুমি সংবাদ ফেরিওয়ালা সংবাদ বেঁচে খাও,
তোমার ঝুলিতে কি আমার খবর নাও?
আমার পকেটও খালি নেই কচকচে অভিযোগে ভরা;
বিনিময়ে যায় কি বিজ্ঞাপনের ইঞ্চি-কলাম ধরা?
আমার পকেটও খালি নেই কচকচে অভিযোগে ভরা;
বিনিময়ে যায় কি বিজ্ঞাপনের ইঞ্চি-কলাম ধরা?
হলুদ-সবুজ বুঝি না আমি, বুঝে না বিদ্রোহ-বিষাদ;
আর্তনাদের চিৎকারে শোনো আমার তাজা সংবাদ।
তুমি, সংবাদ ফেরিওয়ালা, সংবাদ বেঁচে খাও,
তোমার ঝুলিতে কি আমার খবর নাও?
সংবাদ ফেরিওয়ালা আর সংবাদ বেঁচো না,
একদিন তোমারও সংবাদ হবে বেঁচাকেনা।
সংবাদ ফেরিওয়ালা আর সংবাদ বেঁচো না,
একদিন তোমারও সংবাদ হবে বেঁচাকেনা।
ঢাকা, ১৪ই সেপ্টেম্বর, ২০২২
গীতিকার: ইলিয়াস আহমেদ
সুর, সঙ্গীত ও কণ্ঠ: এআই
প্রম্পট: ইলিয়াস আহমেদ