কচি দুটো হাত
কিশলয় কচি আঙ্গুলছড়ার দুটো হাত,
একটু আগেই আদর মাখিয়েছিলো
মা-বাবার মুখে, কি সুখে, আধো আধো প্রলাপ!
আলতো আদরে ধূলিবালির কোলজুড়ে
সে হাত ছিন্নভিন্ন রক্তজবার নির্ঝর!
কিশলয় কচিমাখা মুখ—
সে কি বুঝে রাষ্ট্রের সীমানা, ধর্মের টিকি?
ও তো বুঝে শুধুই আদর।
শিরস্ত্রাণ খুলে নিতে যদি কোলে,
ও আদর তোমাকেও রাঙাতো—
যে দুটো হাত বোমার আঘাতে ক্ষতবিক্ষত।
©ইলিয়াস আহমেদ
অক্টোবর ২৩, ২০২৩, ঢাকা