Welcome to ESPoetry! ESPoetry -তে আপনাকে স্বাগতম! Welcome to ESPoetry! ESPoetry -তে আপনাকে স্বাগতম! Welcome to ESPoetry! ESPoetry -তে আপনাকে স্বাগতম! Welcome to ESPoetry! ESPoetry -তে আপনাকে স্বাগতম! Welcome to ESPoetry! ESPoetry -তে আপনাকে স্বাগতম! Welcome to ESPoetry! ESPoetry -তে আপনাকে স্বাগতম!

রক্তপিপাসু জম্বি

দিনের আলো লুকানোর আগেই
নগরীর দেয়ালে লেপ্টে থাকা
রক্তপিপাসু জম্বিরা ফিরে।
স্নিগ্ধ রাত হঠাৎ ভয়ে দিগ্ধ, হারানোর শঙ্কায়
ধুক! করে উঠে বুক — এই বুঝি প্রাণ যায়!
নির্লজ্জ নগরী হয়ে উঠে জম্বির আস্তাবল —
পথের কুকুরও নিশ্চল; 
ভয় আমাকে ঘিরে। 

ল্যাম্পপোস্ট, স্তুপের গন্ধ, গাড়ির হর্ন —
ওরা সব ওদের দলে, অভ্যস্ত এ জয়-পরাজয়।
এ যেন আড়ম্বরহীন রোজকার আয়োজন;
জম্বিরা আমায় ঘিরে তাদের প্রস্তাবনা:
যে প্রাণ লিজ নিতে চাই, কয়েক পলকের
দরাদরি, মুহূর্তের বিনিময়। 
রক্তসমেত কয়েক খাবলা মাংসের হাতছাড়া —
পিচঢালা পথ তাজা রক্তে সিক্ত,
লোভাতুর পাথুরে জিহ্বা ভাগ বসাতে ব্যর্থ।
শেষ ফোঁটা চুষে নিশ্চিত করে
রক্তপিপাসু জম্বিরা নগরীর দেয়ালে ফিরে।

©ইলিয়াস আহমেদ
১৮ অক্টোবর,২০২৩ ঢাকা ।